Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২৫, ১১:১৫ এএম


মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি - রোজা, প্রার্থনা এবং পরিবার-পরিজনদের সঙ্গে সম্মিলনের জন্য রমজান একটি পবিত্র মাস। এর পাশাপাশি পবিত্র এবং পুণ্যময় জীবনের জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময় এই মাস।

তিনি আরও বলেন, লাখ লাখ মার্কিন মুসলিম এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন, যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মার্কিন জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। 

বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার এবং প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য সংকল্প ফের ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আনাদোলু এজেন্সি

বিআরইউ

Link copied!