Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: উদ্ধার ১০৪, নিহত ৩০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১২, ২০২৫, ১০:৫৭ এএম


পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: উদ্ধার ১০৪, নিহত ৩০ সেনা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেসে জিম্মিদের মধ্যে ১০৪ জনকে উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এখনো পর্যন্ত ৩০জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীরা ৪০০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ট্রেন হাইজ্যাক করার পর ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের ‘মাচ’ নামক নিকটবর্তী একটি শহরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়েছে। এই হাসপাতালেই উদ্ধারকৃতরা চিকিৎসা গ্রহণ করছে।

অপরদিকে, উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে এখনো পর্যন্ত ৩০ জন সেনা মারা যাওয়া গুঞ্জন উঠেছে। তবে পাকিস্তানের কোনো সংস্থা বিষয়টি নিশ্চিত করে নি।

এর আগে সেনাবাহিনীকে অভিযান বন্ধ করার জন্য হুমকি দিয়েছিল বিদ্রোহ গোষ্ঠীটি।

গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে।

এরপর, এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ আরও বলেন, যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।

বিআরইউ

Link copied!