Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

আদালতের রায় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২৫, ১১:১৫ এএম


আদালতের রায় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আদালতের রায় উপেক্ষা করে ২৩৮ জন ভেনেজুয়েলান নাগরিককে বিতাড়িত করেছে।

এসব নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৩৮ জন ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের সুপারম্যাক্স কারাগারে নির্বাসিত করা হয়েছে।

যদিও একজন মার্কিন বিচারক তাদের বিতাড়ন আটকে দিয়েছিলেন, তবুও বিতাড়নের প্রক্রিয়া এগিয়ে গিয়েছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সোশ্যাল মিডিয়ায় জানান, রোববার সকালে ২৩৮ ভেনেজুয়েলান গ্যাং সদস্য এল সালভাদরে পৌঁছেছেন। তিনি পোস্ট করেন, ‘‘উফ... অনেক দেরি হয়ে গেছে’’। পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেন, যেখানে হাতে-পায়ে বাঁধা অবস্থায় লোকজনকে সশস্ত্র কর্মকর্তারা বিমান থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, ১৭৯৮ সালের এলিয়েন এনিমিস অ্যাক্টের আওতায় এই বিতাড়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে, শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একজন বিচারক ট্রাম্প প্রশাসনের বিতাড়ন আদেশের কার্যকরীতা ১৪ দিনের জন্য স্থগিত রেখেছিলেন, যাতে প্রশাসন আইনি যুক্তি উপস্থাপন করতে পারে।

এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলে জানান, বিতাড়িতদের "এক বছরের জন্য" কারাগারে রাখা হবে, এবং এটি "নবায়নযোগ্য" হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে, যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দাবি করেছেন যে, প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেনি।

ইএইচ

Link copied!