Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৫, ০৭:৩৩ পিএম


ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ঈদের নামাজ পড়তে পারেননি।

তিনি বর্তমানে রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি রয়েছেন এবং নিরাপত্তার কারণে তাকে সেখানে ঈদের নামাজে অংশ নিতে দেওয়া হয়নি।

সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো আদিয়ালা কারাগারে ঈদ কাটিয়েছেন। তবে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি ঈদের নামাজ পড়তে পারেননি।

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রি পর্যন্ত বিভিন্ন অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে ১০০টিও বেশি মামলা রয়েছে এবং ২০২৩ সালের আগস্ট থেকে সেখানে কারাবন্দি রয়েছেন তিনি।

জিও নিউজ বলছে, কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তাজনিত কারণে ইমরান খানকে সেই নামাজে অংশ নিতে দেওয়া হয়নি। তার স্ত্রী বুশরা বিবি নিজেও কারাবন্দি রয়েছেন এবং নামাজের সময় তিনি ইমরানের কক্ষেই ছিলেন।

তবে কারাগারের অন্যান্য বন্দি, বিচারাধীন বন্দি এবং জেল কর্মকর্তারা ঈদের জামাতে অংশ নেন।

এদিকে রাওয়ালপিন্ডির হাই-প্রোফাইল এই কারাগারের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিন দিনের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

বেশ কয়েকটি সূত্র মতে, আদিয়ালা কারাগারে যাওয়ার রাস্তায় আটটি অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে এবং সেখানে প্রায় ২০০ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এসপি সদর নাবিল খোখরের তত্ত্বাবধানে নিরাপত্তা কর্মীরা সেখানে তিন শিফটে দায়িত্ব পালন করেন।

কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের সম্ভাব্য যেকোনও বিক্ষোভ মোকাবিলায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। একটি রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যদের দাঙ্গা-বিরোধী সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জিনিসপত্র রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৌঁছে দেওয়া হয়।

বেশ কয়েকটি সূত্রের খবর, পিটিআই প্রতিষ্ঠাতার জন্য পাঠানো জিনিসপত্রের মধ্যে ঈদের জন্য চারটি নতুন পোশাক, এক জোড়া জুতা এবং একটি কোমর কোট রয়েছে।

আরএস

Link copied!