Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

এপ্রিল ৪, ২০২৫, ০৯:০২ পিএম


‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত

ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য এবং চীন থেকে বাংলাদেশের বিনিয়োগ চাওয়ার পর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়া টুডে বলেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর চিকেন নেক করিডর নিয়ে ভারতে চিন্তার উদ্রেগ তৈরি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের চিকনাকৃতির এ করিডরটির মূল নাম শিলিগুঁড়ি করিডর। তবে পুরো ভারতের মানচিত্রের সঙ্গে তুলনা করলে এটি দেখতে অনেকটা মুরগির গলার মতো দেখা যায়। এ কারণে এটিকে চিকেন নেক বা মুরগির গলা হিসেবে উল্লেখ করা হয়। এই চিকেন নেকের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সম্প্রতি এই অঞ্চলে ভূরাজনীতির পরিবর্তনের পর ভারত এটির নিরাপত্তা বাড়িয়েছে। অর্থাৎ সেখানে আরও সেনা মোতায়েন করা হয়েছে। এই চিকেন নেক দিয়েই ভারতের মূল অংশ থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়া এবং পণ্য পরিবহণ করা যায়। যেটি সেভেন সিস্টার্সের সঙ্গে মূল ভারতকে যুক্ত করার একমাত্র রাস্তা।

ভারতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিকেন নেক করিডর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। এখানে যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার সক্ষমতা আছে বলে দাবি তাদের। এই করিডরটির নিরাপত্তার দায়িত্বে আছে ত্রিশক্তি কর্পস। যেটির সদর দপ্তর সুকনায় অবস্থিত। যাদের কাছে সর্বাধুনিক অস্ত্র রয়েছে। যারমধ্যে আছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহমোস মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

দেশটির সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে জানান, চিকেন নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্বাঞ্চল থেকে দ্রুত সময়ে সেনাদের নিয়ে আসা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএস

Link copied!