Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

ডোনাল্ড ট্রাম্প

ইরান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

এপ্রিল ১৪, ২০২৫, ০৩:৫১ পিএম


ইরান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বিষয়ে তিনি শিগগিরই একটি সিদ্ধান্ত নেবেন।

ওয়াশিংটন থেকে তাস জানায়, নিজের বিমানবহরের ভেতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা ইরান বিষয়ে খুব দ্রুতই একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

গত ১২ এপ্রিল ওমানে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান সংকট নিরসনে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বৈঠকটি ছিল গঠনমূলক ও শান্তিপূর্ণ এবং উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। দ্বিতীয় দফার এই পরোক্ষ বৈঠক আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, দ্বিতীয় দফা আলোচনার স্থান ওমান নাও হতে পারে, তবে দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।

অ্যাক্সিওস-এর সূত্র জানায়,আলোচনা স্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা আলোচনা রোমে অনুষ্ঠিত হতে পারে।

ইএইচ

Link copied!