Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, প্রাণহানি ৫১ হাজার ছুঁই ছুঁই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৫, ১০:৩৭ এএম


গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, প্রাণহানি ৫১ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৮ জন। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে।

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৬১৩ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ২০০।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধারেও ব্যর্থ হচ্ছেন উদ্ধারকারীরা, অব্যাহত বোমাবর্ষণের কারণে।

চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। দুই মাস কিছুটা শান্ত থাকলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার ও হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বোমা বর্ষণ শুরু করে দেশটি।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়েছে উপত্যকার অন্তত ৬০ শতাংশ অবকাঠামো।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালত এরইমধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার সম্মুখীন হয়েছে।

গাজার নাগরিকদের জন্য মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা আহ্বান সত্ত্বেও এখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিআরইউ

Link copied!