Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহত ছাড়াল ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

এপ্রিল ১৫, ২০২৫, ০৯:০৬ পিএম


ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহত ছাড়াল ৫১ হাজার

নিমর্ম বোমা, বিমান ও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনের ৫১ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন মানুষকে আহত করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় ১৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। ওই হামলায় ইসরাইলের ১১৩৯ জন নিহত হয়। সেইসঙ্গে দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে হামাস।

সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে বেশ কয়েকজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ফেরত নেয় তারা। তবে গত ১৮ মার্চ হঠাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল। ফের হামলার শুরু করে গাজায়। নিহত হন অনেক মানুষ।

এই পরিস্থিতিতে হামাস জানিয়েছে, যদি গাজায় একটি ‘গুরুতর ও স্থায়ী’ যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়, তবে তারা ইসরাইলের বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত। হামাসের সিনিয়র নেতা তাহের আল-নুনু বলেন, তারা যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তার বিনিময়ে সমস্ত বন্দি ইসরাইলিকে মুক্তি দিতে রাজি।

এদিকে, হামাসকে যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিয়েছে ইসরাইল। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত বন্দিকে মুক্তি দেবে আর যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রবেশের জন্য ইসরাইলের পক্ষ থেকে গ্যারান্টি দেবে।

এ আলোচনায় মধ্যস্থতা করছে মিসর ও কাতার, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে গাজায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আরএস

Link copied!