Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৫, ১০:৫৮ এএম


গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক। গাজাজুড়ে শুক্রবার সকাল থেকে ইসরায়েল বাহিনীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। দখলদার বাহিনীর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই।

শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১৮ মাস ধরে সেখানে সংঘাতে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫১ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিআরইউ

Link copied!