Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৫, ১০:৫৭ এএম


গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত হয়েছেন। রোববার দিনজুড়ে এবং সোমবার ভোররাতে হামলায় এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

গাজার চিকিৎসকরা বলছেন, ভোরবেলায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ঠিক একদিন আগে পুরো উপত্যকা জুড়ে কমপক্ষে ৫৩ জন নিহত হয়।

চিকিৎসা সূত্র আরও জানায়, রবিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে।

আল জাজিরা আরবির সহকর্মীরা জানাচ্ছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আবু মাহাদি পরিবারের বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করেছে।

রোববার হামলায় নিহতদের মধ্যে আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এ তাঁবুতে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রয়েছেন।

গাজা শহরের সুজাইয়া পাড়ার ওয়াদি আল-আরাইসে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।

একই শহরের জেইতুন পাড়ায় ইসরায়েলি গোলাগুলিতে আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া আল-তুফাহ পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই এলাকায় হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে।

একই এলাকায় বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহের একটি বাণিজ্যিক কেন্দ্রের কাছেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা এবং বেশ কয়েকজন আহত করেছে।

মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে আরেকটি হামলার খবর পাওয়া গেছে, তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিন শিশুসহ আরও আটজন নিহত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের পূর্বে খুজা’আ শহরে বিমান হামলায় ১৭ বছর বয়সী এক বালকও নিহত হয়।

খান ইউনিসের উপকূলে ইসরায়েলি নৌবাহিনী একদল জেলেকে গুলি চালায়। এতে একজন জেলে নিহত এবং একজন আহত হয়।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয় বলে এক মেডিকেল সূত্র জানিয়েছে।

ইএইচ

Link copied!