Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১২:৪৫ পিএম


এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

জনবল নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে ‘মহিলা সৈনিক’ পদে নিয়োগ দেওয়া হবে।

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রার্থীর বয়স ২৪ জানুয়ারি, ২০২১ তারিখে ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব-২০ বছর (সাধারণ ট্রেড) ও অনূর্ধ্ব-২০ বছর (টেকনিক্যাল ট্রেড)।

প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে (ন্যূনতম ৫০ মিটার)।

প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে (http://sainik.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করা যাবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১৫ মার্চ, ২০২০ পর্যন্ত।

আমারসংবাদ/জেআই