Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৮ পদে লোক নেবে জাতীয় গ্রন্থকেন্দ্র

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৮, ২০২২, ১১:৫৬ এএম


৮ পদে লোক নেবে জাতীয় গ্রন্থকেন্দ্র

৮ ধরনের পদে মোট ১২ জন নিয়োগ দেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র। আবেদন করতে হবে অনলাইনে (http://nbc.teletalk.com.bd) ২৭ জুলাই থেকে ২৫ আগস্টের মধ্যে।

 

কোন পদে কত জন :
১. সহকারী গ্রন্থাগারিক-১টি
বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. ক্যাশিয়ার-১টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. স্টোর কিপার-১টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. বিক্রয় সহকারী-১টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. বুক সর্টার-১টি
বেতন : ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
৮. পাঠাগার পরিচারক-১টি
বেতন : ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)

 

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে :

http://www.nbc.org.bd/sites/default/files/files/nbc.portal.gov.bd/notices/65ddfb2a_5eba_467d_a200_82310ef0aaed/2022-07-24-10-24-0fb823376df9c71da4c8b93300040053.pdf


আমারসংবাদ/টিএইচ

Link copied!