Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এইস, এস, সি পাসে ১৮ হাজার টাকা বেতনে চাকরি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ১০, ২০২২, ০৫:০৩ পিএম


এইস, এস, সি  পাসে  ১৮ হাজার টাকা বেতনে চাকরি

আকিজ গ্রুপের অধীন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটার সেকশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাতে লেখা সুন্দর হতে হবে। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। মাসিক বেতন: ২০-২৩ হাজার টাকা।


পদের নাম:  কম্পিউটার অপারেটর (ফ্যাক্টরি)। ন্যূনতম এইচ.এস.সি পাশ। এমএস অফিসসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। মাসিক বেতন: ১৫-১৮ হাজার টাকা।

এছাড়াও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের www.akijbiri.com/career এই ঠিকায় প্রবেশ করে পদ সিলেক্ট করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনো প্রকার ফি দিতে হবে।


আবেদনের শেষ তারিখ : ১৬ আগস্ট, ২০২২ 

আমার সংবাদ/আরইউ

Link copied!