Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

১২ পদে ২২৩৭ জনকে নিয়োগ দেবে এলজিইডি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৮, ২০২৩, ১২:০০ পিএম


১২ পদে ২২৩৭ জনকে নিয়োগ দেবে এলজিইডি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১২টি ভিন্ন পদে মোট ২২৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কমিউনিটি অর্গানাইজার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সার্ভেয়ার, কার্য সহকারী, ইলেকট্রিশিয়ান, মুয়াজ্জিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: মোট ২ হাজার ২৩৭টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে (http://lged.teletalk.com.bd) আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ৪ জানুয়ারি সকাল ৯টা।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

সূত্র: প্রতিষ্ঠান ওয়েবসাইট

বিস্তারিত দেখতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।

টিএইচ

Link copied!