Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৯, ২০২৪, ০৬:৫২ পিএম


পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সেবাদানকারী ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এর ফলে ১ হাজার ৮০টি শূন্য পদে নিয়োগের ফলাফল প্রকাশে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা-দানকারী ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে লিখিত ও মৌখিক পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা পরিপত্র কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

এ বিষয়ে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, ১৪ জানুয়ারির বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত। ফলে ১ হাজার ৮০ পদে এখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগে ২২ জানুয়ারি এ বিষয়ে আরও একটি রিটে রুল জারি করেন হাইকোর্ট। ওই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  

সেদিন তিনি জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২০২০ সালের ১০ মার্চ প্রকাশিত পরিবারকল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে মনোনয়ন বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থীরা হাইকোর্টে রিট করেন।

আরএস

Link copied!