Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৮ শতাধিক এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১২:০৩ পিএম


৮ শতাধিক এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এসআই-নিরস্ত্র পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২২ ফেব্রুয়ারি। বেতন দশম গ্রেড।

যোগ্যতা
উচ্চতায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বয়স
প্রার্থীর বয়স ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

পরীক্ষার ধাপ
ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

আবেদন যেভাবে 
প্রার্থীদের টেলিটকের এ লিংকে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি।

/বিআরইউ

Link copied!