Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

১০ টি স্কিল, যা ক্যারিয়ারে বাকি সবার থেকে এগিয়ে রাখবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২৪, ১১:০৭ এএম


১০ টি স্কিল, যা ক্যারিয়ারে বাকি সবার থেকে এগিয়ে রাখবে

অধিকাংশ মানুষের ক্যারিয়ার গড়ার কারিগর সে নিজেই। সবারই স্বপ্ন থাকে ভালো কর্মক্ষেত্র সৃষ্টি করার। প্রতিটি মানুষ তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে উঠতে চায় কিন্তু চাইলে সকলেই শিখরে উঠতে পারে না। এই জন্য প্রত্যেক মানুষ তার ক্যারিয়ারের উন্নতির জন্য কিছু গুণাবলি অর্জন করতে হয় যায় ফলে ধীরে ধীরে সে উন্নতির শিখরে যাইতে পারে। কারণ প্রত্যেক মানুষকে প্রতিনিয়ত অনেক কিছু শিখতে হয় আর এই শেখার মাধ্যমে। তবে স্বপ্নকে ধরতে পারে না তাদের কিছু ব্যক্তিগত ও ভাবনাগত অভাবের ফলে। অভাবগুলো এতটাই তীব্র হয় যে, পুরোদমে বিকল করে দেয় ভেতরে পুষে রাখা লালিত স্বপ্নের চাকরির আকাঙ্ক্ষা।

আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে আপনার জীবনে কিছু স্কিলের উন্নয়ন দরকার প্রতিনিয়ত। এসব স্কিলের অনেক কিছুই আমরা বিশ্ববিদ্যালয় থেকে শিখে আসি না, শেখার সুযোগও থাকে না, তবে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে দক্ষতাগুলো বেশ অবদান রাখে। টেকনিক্যাল স্কিল বর্তমান যুগে অতীব প্রয়োজন। সেই সাথে এমন কিছু স্কিল আছে যা আপনাকে টিমের অন্য অনেকের থেকে এগিয়ে রাখবে বেশিই। আর সেজন্য আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে। 

মনে রাখতে হবে, ওয়ার্কপ্লেস এবং ক্যারিয়ার ট্রেন্ড সর্বদা পরিবর্তনশীল। এই সময়ে আপনাকে সৃষ্টিশীলতার সাথে বিভিন্ন দক্ষতায় নিজেকে আপগ্রেড করতে হবে। কোম্পানির উদ্দেশ্য এবং নতুন কর্ম পদ্ধতির সাথে মানিয়ে নিতে আপনাকে নতুন দক্ষতা নিশ্চিত করতে হবে। 

 দেখে আসি কি কি স্কিল যা আপনাকে ক্যারিয়ারে বাকি সবার থেকে এগিয়ে রাখবে।

১. যোগাযোগ দক্ষতা 
রিটেন কিংবা বাচনিক কিংবা অবাচনিক যে ধরনের যোগাযোগ হোক না কেন তা কর্মক্ষেত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সবার সাথে সম্পর্ক তৈরিতে সহায়তা করবে। ভালো যোগাযোগ দক্ষতার মাধ্যমেই আপনি আপনার প্রয়োজন এবং প্রত্যাশা সঠিকভাবে তুলে ধরতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা থাকলে সহকর্মীদের মধ্যে আরও বেশি প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, কোম্পানির মধ্যে শৃঙ্খলা তৈরি হয়। সুতরাং আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে যোগাযোগ দক্ষতা উন্নত করতে হবে। সব থেকে ভালো হবে যদি আপনি বাংলা ভাষার সাথে সাথে আরও দু-একটি গুরুত্বপূর্ণ ভাষাও শিখে নিতে পারেন।

২. ম্যানেজমেন্ট স্কিল 
আপনি যদি ম্যানেজার নাও হন তবুও আপনাকে আপনার ম্যানেজার এবং অন্যান্য কর্মীকে ম্যানেজ করতে হয় সর্বদা। আর ম্যানেজ করার অন্যতম স্কিল হলো আপনার টিমের সাথে কার্যকরীভাবে যোগাযোগ করা। আপনার টিমের প্রয়োজন এবং গুরুত্ব জানার মাধ্যমে আপনি ম্যানেজমেন্টে অনেক বেশি এগিয়ে যেতে পারেন। আর এ স্কিল আপনাকে ভবিষ্যতে কোম্পানিতে ভালো তৈরিতে অসাধারণ ভূমিকা রাখবে।

৩. লিডারশিপ স্কিল 
লিডারশিপ স্কিল একটি কোম্পানির জন্য অতীব প্রয়োজনীয় দক্ষতা, কারণ শুধু শিখিয়ে একজনকে লিডার বানানো যায় না। দক্ষ ব্যক্তি কিংবা উন্নত যোগাযোগ দক্ষতা লিডারশীপের অন্যতম দক্ষতা হলেও, লিডারশিপ স্কিলের মধ্যে আরও অনেক গুনাবলি থাকতে হয়।এক কথায় লিডারশীড স্কিল হলো সহকর্মীকে মোটিভেট করা, কখন শুনতে হয় এবং কখন রিঅ্যাক্ট করতে হয় তা জানা। 
ইন্ডাস্ট্রি বা কোম্পানীভেদে লিডারশিপ স্কিলের প্রয়োজন ভিন্ন হতে পারে। তবে সব জায়গায় ক্রিয়েটিভ সল্যুউশন দিতে পারে এমন বিশ্বস্ত কর্মীই লিডার হওয়ার উপযুক্ত। লিডারশিপ স্কিল উন্নতি করা সত্যিই কঠিন কাজ তবে চেষ্টা করলে অনেক কিছুই অর্জন করা যায় ধীরে ধীরে।

৪. টাইম ম্যানেজমেন্ট স্কিল 
প্রত্যেক কর্মী বা উদ্যোক্তা জীবনে সব থেকে বেশি যে জিনিস প্রত্যাশা করে তা হলো প্রতিদিন তার জীবনে আরও কয়েক ঘণ্টা। আপনি যদি শুধু আপনার নিজের কাজ সম্পাদনেই দিন পার করেন তাহলে আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবেন না। এজন্য আপনাকে নিজের কাজ সম্পাদনের পাশাপাশি অন্যকে সহায়তা করার সুযোগও থাকতে হবে। শুধু সঠিক টাইম ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমেই তা আপনি নিশ্চিত করতে পারেন। 
এই সফট স্কিল আপনাকে আরও বেশি প্রোডাক্টিভ করবে এবং আপনার কাজের মানও উন্নত করবে। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আরও বেশি দায়িত্ব নিতে পারবেন এবং সেই সাথে আপনার বর্তমান কাজের লোডও বেশি নিতে পারবেন। সুতরাং টাইম ম্যানেজমেন্ট স্কিলে দক্ষ হতে নিজেকে প্রস্তুত করতে হবে সর্বদা।

৫. পিপল স্কিল 
পিপল স্কিলের মধ্যে অন্যতম হলো লিসেনিং স্কিল। যদিও পিপল স্কিলের মধ্যে টিমওয়ার্ক, লিডারশিপ এবং প্যাশন্স ইত্যাদিও অন্তর্ভুক্ত।লিসেনিং স্কিলের গুরুত্ব নিয়ে কথা বলবো। অন্যকে বুঝতে এবং তার মন জয় করতে লিসেনিং স্কিল অন্যতম একটি দক্ষতা। সুতরাং পরবর্তীতে যখন আপনি পিপল স্কিল উন্নত করতে চেষ্টা করবেন, সর্বপ্রথম অন্যের কথা শোনার অভ্যাস তৈরি করুন। বিশ্বাস করুন, বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের মতামত শুনতে চান, তাদের পয়েন্ট অফ ভিউ জানতে চান। সুতরাং আপনি যখন বাকি সবার থেকে এগিয়ে যেতে চান আপনার লিসেনিং স্কিল উন্নত করুন। এক্ষেত্রে আপনাকে সহনশীল ও ধৈর্যশীলও হতে হবে।


৬. সেল্ফ ম্যানেজমেন্ট স্কিল 
আপনার ব্যবহার, আবেগ, এবং চিন্তা-ভাবনা পজিটিভলি ম্যানেজ করতে পারলে আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বৃদ্ধি পায়। আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে এটি ব্যাপক প্রভাব ফেলে। কার্যকরীভাবে সেলফ ম্যানেজমেন্ট করতে পারলে আপনি আবেগকে কন্ট্রোল করতে পারবেন—আর এ জন্যই সেল্ফ ম্যানেজমেন্ট অতীব গুরুত্বপূর্ণ লিডারশিপ স্কিল। সেল্ফ ম্যানেজমেন্টের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, সেল্ফ মোটিভেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এডাপ্টাবেলিটি, ডিসিশন মেকিং, গোল অ্যালাইনমেন্ট, এবং পার্সোনাল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। সর্বোপরি আপনার চিন্তা শক্তিকে কন্ট্রোল করে ডিসিশন মেকিং করতে পারলে সেটি ভালো ফল নিয়ে আসে। অনেক অভিজ্ঞ বলে থাকেন যিনি সেল্ফ ম্যানেজমেন্টে দক্ষ না তিনি অন্য অনেক কাজের ম্যানেজমেন্টেও দুর্বল। 
৭. প্রবলেম সলভিং স্কিল 
বক্সের বাইরে সবাই ভাবতে পারে না, আর যারাই এই অসাধারণ স্কিল অর্জন করতে পারেন তারা যেকোনো নতুন প্রজেক্টের জন্য নতুন সম্ভাবনাময় করে তুলতে পারেন। যদিও এই স্কিল শেখা যায় না তবে যারা এই স্কিলের হয়ে থাকেন তারা যেকোনো জটিল প্রজেক্টের বেস্ট সল্যুশন বের করতে পারেন। প্রবলেম সলভিং স্কিল সবথেকে বেশি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা যায়। সব সময় যে সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে হবে তাও না, তবে আপনি এগিয়ে যাবেন সফল ভাবে।

৮. মার্কেটিং স্কিল 
আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কীভাবে বিক্রি করতে হয় এই স্কিল অর্জন করা আপনার ক্যারিয়ারে ভালো করার অন্যতম মাধ্যম। এই দক্ষতা অর্জন আপনার সামনে এগিয়ে যাওয়ার অন্যতম চালিকা শক্তি হতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং অন্যকে মুগ্ধ করার দক্ষতা আপনার মার্কেটিং স্কিলের জন্য খুবই দরকার। তাছাড়া মার্কেটিং স্কিল উন্নয়নের আরও একটি কার্যকরী মাধ্যম নেটওয়ার্কিং। সুতরাং আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন এবং নিজের দক্ষতাকে সঠিকভাবে প্রয়োগ করবেন তার উপর নির্ভর করে আপনার মার্কেটিং ভবিষ্যৎ। তবে মাকের্টিং খুব চ্যালেঞ্জিং এবং ইনজয়এবল একটি পেশা যা আপনাকে বাকি অনেকের থেকে এগিয়ে রাখতে পারে।

৯. নেটওয়ার্কিং স্কিল 
মার্কেটিং এ যেমন নেটওয়ার্কিং অন্যতম শক্তিশালী দক্ষতা তেমনি আপনি অন্য যে পেশায়ই থাকেন না কেন আপনার পরিচিতি সার্কেলের বাইরে নিজেকে তুলে ধরাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে নেটওয়ার্কিং কার্যকরী একটি দক্ষতা। আপনি জানেন না কে আপনার জীবনকে আরও বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং আপনার নেটওয়ার্কিং স্কিল আপনার কর্মীদের সাথে, এবং ক্যারিয়ার গ্রোথের জন্য অন্যান্যদের সাথের নেটওয়ার্কিং আপনাকে এগিয়ে রাখবে সর্বদা।

১০. দলীয় কাজ
এমন কোন কাজ পাওয়া কঠিন যা টিমওয়ার্ক ছাড়া গড়ে উঠেছে। সফলতা তখনই ধরা দেয় যখন অনেকগুলো ভিন্ন ভিন্ন দক্ষতার মানুষ একটি কমন লক্ষ্য অর্জনে কাজ করছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং কলাবরেশন এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। সেজন্য একটি কোম্পানি তখনই খুব ভালো করে যখন উপযুক্ত ট্যালেন্টকে সঠিক জায়গায় বসাতে পারে। ফলস্বরূপ, কো-ওয়ার্কারদের সাথে যিনি কলাবরেশন করতে পারে, সহযোগীর মতো কাজ করতে পারে তিনি অতি দ্রুত ক্যারিয়ারে এগিয়ে যেতে পারেন।

এফআর/বিআরইউ

 

Link copied!