Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় রাজস্ব বোর্ডে ১৫৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৪, ১২:৪০ পিএম


জাতীয় রাজস্ব বোর্ডে ১৫৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১১-২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ ক্যাটাগরির পদে মোট ১৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

১.পদের নামঃ উচ্চমান সহকারী
পদের সংখ্যাঃ ২২টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকবে হবে।

২.পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ১৪টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- ।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে ।

৩.পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ৩৫টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- ।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে :
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে।

৪.পদের নামঃ সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক/ অফিস সহকারী

পদের সংখ্যাঃ ০৯টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে :
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫.পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যাঃ ৩৪টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৩৪ টি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৬.পদের নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ৪৩টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

সংস্থার নামঃ জাতীয় রাজস্ব বোর্ড।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
মোট পদ সংখ্যাঃ ০৬
মোট জনবলঃ ১৫৭
চাকুরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- থেকে ৮,২৫০-২০,০১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকারি চাকুরি 

সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৭ অক্টোবর ও ২০ অক্টোবর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ২৪ অক্টোবর ও ২৭ অক্টোবর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৩ নভেম্বর ও ১৭ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করতে ক্লিক করুন http://nbr.teletalk.com.bd

এফআর/বিআরইউ

Link copied!