Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে বাণিজ্য উপদেষ্টা

মানুষের দোরগোড়ায় তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৫, ০৯:১০ পিএম


মানুষের দোরগোড়ায় তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বশীরউদ্দিন টিসিবির ডিলারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কে কোন দলের এটা বিবেচনা না করে মানুষের দোরগোড়ায় তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন। হালাল আয় করার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। উপরেও নিতে চাই না, আর নিচেও নিতে চাই না।

তিনি বলেন, আমরা টিসিবির এক কোটি লোকের ব্যবস্থা থেকে ৫৭ লাখে নামিয়ে নিয়ে এসেছি। এই রমজানে আরও ৬ লাখ লোককে যুক্ত করা হয়েছে। যারা যোগ্য সুবিধাভোগি তাদের হাতে আমরা পণ্য পৌঁছে দিবো ইনশাআল্লাহ। এই রমজানে তেলের দামসহ অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, টিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, পুলিশ সুপার মো. নাজমুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এর আগে বাণিজ্য উপদেষ্টা জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও রামচন্দ্রপুর ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ডধারীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন।

এরপর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ও আস্করপুর ইউনিয়নে টিসিবির উপকারভোগী স্মার্ট কার্ডধারীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন।

মতবিনিময় সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।

ইএইচ

Link copied!