Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

মো. মাসুম বিল্লাহ

জুন ২৭, ২০২২, ১১:৫০ এএম


করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।  সোমবার (২৭ জুন) আপিল বিভাগে মাসলার শুনানির সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এমন তথ্য জানিয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। 
এমন পরিস্থিতিতে কোর্ট পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসা নিচ্ছেন।

ইএফ

Link copied!