Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সুপ্রিম কোর্টে নিয়োগ পেলেন ১১ অতিরিক্ত বিচারপতি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০৩:৩৭ পিএম


সুপ্রিম কোর্টে নিয়োগ পেলেন ১১ অতিরিক্ত বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (৩১ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত ১১ (এগারো) জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হইতে অনধিক ০২ (দুই) বৎসরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন।

নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি হলেন:

১. মো. শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি. আর. এল. ভোগরত)।

২. মো. আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা।

৩. বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

৪. মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

৫. মো. আলী রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

৬. মো. বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

৭. কে, এম, ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ।

৮. ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল।

৯. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

১০. এস, এম, মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম।

১১. এ, কে, এম, রবিউল হাসান, অ্যাডভোকেট।


ইএফ

Link copied!