Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‍‍`চেতনায় বঙ্গবন্ধু‍‍` শীর্ষক স্মরণিকা মোড়ক উন্মোচন করেছে ট্যুরিস্ট পুলিশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৫, ২০২২, ০৮:৩০ পিএম


‍‍`চেতনায় বঙ্গবন্ধু‍‍` শীর্ষক স্মরণিকা মোড়ক উন্মোচন করেছে ট্যুরিস্ট পুলিশ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক স্মরণিকা প্রকাশ করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। সোমবার (১৫ আগস্ট)বিকেলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর থেকে এই স্মরণিকাটি প্রকাশিত হলো। এতে সারা দেশের ট্যুরিস্ট পুলিশ সদস্যদের থেকে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে মোট ২৪টি লেখা স্থান পায়।

মোড়ক  উন্মোচন করে ট্যুরিস্ট পুলিশ প্রধান বলেন, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর পথ চলা হোক এই দিবসের অঙ্গীকার। 

জাতির পিতার স্মৃতিচারন করতে গিয়ে অতিরিক্ত আইজিপি শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‘চেতনায় বঙ্গবন্ধু’ স্মরণিকার সম্পাদক ও মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে অতিরিক্ত আইজিপি স্যারের একক ইচ্ছায় এই স্মরণিকা প্রকাশিত হলো, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জাতির পিতার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।

স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ সকল স্তরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। 

এছাড়াও ট্যুরিষ্ট পুলিশ বাংলাদেশের সকল জোন এবং রিজিয়নের প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগনও সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।


আমারসংবাদ/টিএইচ

Link copied!