Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজউকের সাবেক কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৫, ২০২২, ০৭:২৫ পিএম


রাজউকের সাবেক কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

দুদকের দায়ের করা মামলায় পৃথক দুই ধারায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজ অফিসার পলাতক মো. আলী আজম মিয়াকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আলী আজম মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার থানার শাহ্ধারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আলী আজম মিয়াকে ৫ বছর কারাদণ্ড এবং ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এছাড়া আরেক ধারায় তাকে এক বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আলী আজম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলী আজম মিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের ১৩ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করা হয়।


আমারসংবাদ/টিএইচ

Link copied!