Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি পেলো দুদক

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৯, ২০২২, ১২:০১ পিএম


সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি পেলো দুদক

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই অনুমতি দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে, গত ২২ আগস্ট সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে, এজন্য তাকে আদালতে পাসপোর্ট জমা দেওয়া এবং অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্ত দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এরমধ্যে গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।

 

 

ইএফ

Link copied!