Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:১৯ পিএম


কিশোরীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনায় এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত থাকা দুই আসামি আলী আকবর হৃদয় ও মেহেদী হাসান ইবুকে কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি পঙ্গু সোহেল, মোহন ও আব্দুল্লাহ পলাতক রয়েছে। 

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল পি‌পি ফ‌রিদ আহ‌মেদ বলেন, ২০১১ সা‌লের ২৩ মার্চ সন্ধ‌্যা সা‌ড়ে ৭ টার দি‌কে ভিক‌টিম নগরীর খালিশপুরের ১নং বিহরী ক‌্যা‌ম্পের এক‌টি টিউবও‌য়ে‌লে হাত মুখ ধু‌চ্ছি‌লেন। এ সময় একই ক‌্যা‌ম্পের মোহন কথা বল‌তে বল‌তে শিয়া মস‌জি‌দের কা‌ছে নি‌য়ে যায়। সেখা‌নে পূ‌র্বে অ‌পেক্ষারত আলী আকবর হৃদয় মোটরসাই‌কে‌লে তা‌কে অপহরণ ক‌রে চ‌রেরহাট বাবুল কাউ‌ন্সিল‌রের ভে‌ড়িবাদ কলা বাগা‌নের ভেত‌রে নি‌য়ে যায়।

এ সময় অন‌্যান‌্য আসা‌মিরা এক‌ত্রিত হ‌য়ে কি‌শোরী‌কে ধর্ষণ ক‌রে। কিশোরী অসুস্থ হ‌য়ে পড়‌লে সা‌ড়ে ৯ টায় আসা‌মি আলী আকবর ১ নং ক্যাম্প বিহরী ক‌লোনীর পা‌শে আরা‌বিয়া মস‌জি‌দের সাম‌নে রাস্তার ওপর ফে‌লে যায়।

এ সময় আসা‌মিরা কি‌শোরী‌কে ঘটনা‌টি কাউ‌কে না জানা‌নো জন‌্য হুম‌কি দেয়। কি‌শোরী বা‌ড়ি এ‌সে মা‌য়ের সাম‌নে ঘটনা‌টি খু‌লে ব‌লে। পরবর্তী‌তে কি‌শোরীর মা বাদী হ‌য়ে পরের দিন খা‌লিশপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন। একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষী দিয়েছে। 

ইএফ

Link copied!