Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৫:০৫ পিএম


অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি

অধস্তন আদালতের ১১২ জন বিচারকের পদোন্নতি হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার এসব বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। 

পদোন্নতি পাওয়া এসব বিচারক এখন থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী দ্বিতীয় গ্রেডে বেতন পাবেন।

একইসঙ্গে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদেরকে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। তবে যারা ছুটি কিংবা প্রশিক্ষণে আছেন তারা প্রশিক্ষণ/ছুটি শেষে বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।

টিএইচ

Link copied!