Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে শুনানি কাল

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩০, ২০২২, ১২:৩৭ পিএম


২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে শুনানি কাল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দ্রুত শুনানির জন্য বেঞ্চ গঠন করে দিলেন প্রধান বিচারপতি। হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে, মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল। আগামীকাল সোমবার শুনানির জন্যে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল, জেল আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

গত আগস্ট মাসে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল, জেল আপিল দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন অ্যাটর্নি জেনারেল।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে হামলায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী।


ইএফ 

Link copied!