Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুয়েট ছাত্র ফারদিন হত্যা; বন্ধুর নাম উল্লেখ করে মামলা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ১২:০৩ পিএম


বুয়েট ছাত্র ফারদিন হত্যা; বন্ধুর নাম উল্লেখ করে মামলা

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় এক বন্ধুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা কাজী নূর উদ্দিন রানা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে বাদি হয়ে তিনি মামলাটি করেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বুধবার রাতে এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় নিহতের বান্ধবী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের পর ঘটনার কারণ ও আসামিদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


ইএফ

Link copied!