Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইশরাক হোসেনকে আগাম জামিন দিয়েছেন আদালত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৪৮ পিএম


ইশরাক হোসেনকে আগাম জামিন দিয়েছেন আদালত

বরিশালে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ‍‍`পেনাল কোড ও বিস্ফোরক‍‍` আইনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। গৌরনদী মডেল থানায় তাকে প্রধান আসামি করে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ রায় দেন আদালত। এর আগে ৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় এ মামলা রুজু হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। 

এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। সে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। এই ঘটনায় সাতজন গ্রেপ্তার রয়েছে।

টিএইচ

Link copied!