Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩, ২০২২, ০৩:৪৬ পিএম


ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রাইভেটকার চাপায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় শাহাবাগ থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পরিবারের করা মামলায় জাফরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, অনেক মানুষ চালককে গাড়িটি থামানোর জন্য বারবার বললেও আসামি জাফর শাহের বেপরোয়া ও নির্মমভাবে গাড়ি চালানোয় প্রাণ হারিয়েছেন রুবিনা হক।

২ ডিসেম্বর মোটরসাইকেলে করে তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন রুবিনা আক্তার। পথে শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে টেনে-হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যায়। ওইদিন বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০মিনিটে মৃত ঘোষণা করেন। নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা।

টিএইচ

Link copied!