Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাকরি পাওয়াই লেখাপড়ার মূল উদ্দেশ্য নয়: ট্যুরিস্ট পুলিশ প্রধান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০৭:১৬ পিএম


চাকরি পাওয়াই লেখাপড়ার মূল উদ্দেশ্য নয়: ট্যুরিস্ট পুলিশ প্রধান

ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তাদের মধ্যে মানবীয় গুণাবলী জাগ্রত করতে হবে। 

বুধবার (৭ ডিসেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের ‍‍`বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি- ২০২২‍‍` প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এসময় কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট ও অর্থ পুরস্কারেও পুরস্কৃত করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ইলিয়াছ শরীফ, অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন ও পুলিশ সুপার (প্ল্যানিং এন্ড অপারেশন) সরদার নুরুল আমিন।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (রাজশাহী-রংপুর ডিভিশন) বিধান ত্রিপুরা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, পুলিশ সুপার (ট্রেনিং এন্ড ওরিয়েন্টশন) মোছা. ইয়াছমিন খাতুন, পুলিশ সুপার (লজিস্টিকস এন্ড ডেভেলপমেন্ট) মুহাম্মদ আলমগীর হোসেন, পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) সৈকত শাহীন, পুলিশ সুপার ঢাকা রিজিয়ন মোহাম্মদ  আব্দুল হালিম, পুলিশ সুপার বান্দরবন রিজিয়ন ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরাসহ তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, চাকরি পাওয়াই আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্য নয়। শিক্ষা ৩ ধরনের হয়- আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা। তোমাদের আজ যে শিক্ষার জন্য পুরস্কৃত করা হয়েছে সেটা আনুষ্ঠানিক শিক্ষা। এটা ঠিক যে বহিঃবিশ্বসহ আমাদের দেশের মানুষের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সার্টিফিকেট দরকার হয়। সেই সার্টিফিকেট আমাদের চাকরি পাওয়ার জন্য দরকার হয়।

একটি ভালো সার্টিফিকেট নিয়ে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এসপি, ফরেন অফিসার ইত্যাদি হয়ে থাকি। কিন্তু আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ সৃষ্টি করা। নিজের মধ্যে মানবীয় গুণাবলী ধারণ করা। এর মধ্যে পরে দেশপ্রেম, পরার্থপরতা, প্রকৃত সামাজিকতা ইত্যাদি। তিনি শিক্ষার্থীদের মনুষত্ববোধের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। মানুষের সাথে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ব্যবহার করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি তার বক্তব্যে আরও তুলে ধরেন, তোমরা সবাই গর্ববোধ করতে পারো যে তোমার বাবা-মা একটি পবিত্র চাকরি করেন। আসলে চাকরি নয় এটা একটি সেবা। কারণ রাত তিনটার সময় একজন মানুষ বিপদে পড়লে তোমার বাবা-মা দৌড়ে চলে যান। পুলিশ সদস্য মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকেন। এছাড়াও তিনি বলেন, আমাদের এখান থেকেই কেউ না কেউ বিখ্যাত হবেন তাদের নিয়ে আমরা গর্ববোধ করব। সবশেষে তিনি মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

টিএইচ

Link copied!