Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রিমান্ড শেষে কারাগারে যুবদল সভাপতি টুকু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৯, ২০২২, ০৪:৫২ পিএম


রিমান্ড শেষে কারাগারে যুবদল সভাপতি টুকু

রিমান্ড শেষে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর পল্টনে পুলিশের ওপর হামলার মামলায় শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবি

Link copied!