Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইশরাককে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০১:২৬ পিএম


ইশরাককে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।

১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের কাজে বাধা প্রদান, বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ মামলায় আরও বিএনপি নেতা-কর্মীকে আসামি দেখানো হয়েছে। তারা হলেন-  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, বাংলাদেশ ছাত্রদলের সহসভাপতি পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু, মো. কাউসার খানসহ আরও কয়েকজন।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে গণসমাবেশে ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং প্রতিটি অন্যায়ের বিচার করে কারাগারে পাঠাবো।

টিএইচ

Link copied!