ডিসেম্বর ১২, ২০২২, ০৩:৫৭ পিএম
রাজধানীর পল্টন থানার করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১১ জনের জামিন আবেদনের শুনানি পরে জানানো হবে। বাকি ২১৩ জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এই তালিকায় থাকা বিএনপির অন্য শীর্ষ নেতারা হলেন- আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।
গত শুক্রবার আদালত এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা এই দুই নেতাকে তাদের বাসা থেকে আটক করে।
এরপর গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবারই আদালতে সোপর্দ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরই ফলশ্রুতিতে রোববার ফের জামিন আবেদন করা হয়। আদালত সোমবার শুনানির জন্য রেখেছেন।
টিএইচ