Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেয়েসহ সংবাদ সম্মেলনে আসছেন জাপানি মা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৬, ২০২৩, ১২:০৫ পিএম


মেয়েসহ সংবাদ সম্মেলনে আসছেন জাপানি মা

বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন জাপানি মা ডাক্তার নাকানো এরিকো।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) দুই শিশু বাংলাদেশি বাবা নাকি জাপানি মায়ের জিম্মায় থাকবে এ বিষয়ে তাদের বক্তব্য শুনেছেন ঢাকার পারিবারিক আদালত। একইসঙ্গে আদালত তাদের বাবা ও মায়ের বক্তব্যও শুনেছেন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান তাদের বক্তব্য শুনে তা রেকর্ড করেন। আগামী ২২ জানুয়ারি এ মামলায় যুক্তিতর্ক শুনানি করা হবে। এরপর এ মামলায় রায় ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানোর পর সেটি এখন বিচারাধীন। পারিবারিক আদালতের রায়ের মাধ্যমে ঠিক হবে শিশু দুটি কার জিম্মায় থাকবে।

টিএইচ

Link copied!