Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফারদিনের মৃত্যু: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:২৭ পিএম


ফারদিনের মৃত্যু: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর আত্মহত্যা করেছেন উল্লেখ করে বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে জামিনে রয়েছেন বুশরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ জানিয়েছেন।

তিনি বলেন, ফারদিন আত্মহত্যা করেছেন বলে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় আয়াতুল্লাহ বুশরাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির ধার্য তারিখ রয়েছে।

আদালতের রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন নিহত ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। 

এরপর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে তদন্তে বেরিয়ে এসেছে ফারদিন নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

টিএইচ

Link copied!