Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তিন বই না রাখার শর্তে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের নির্দেশ 

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৩:০৪ পিএম


তিন বই না রাখার শর্তে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের নির্দেশ 

বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তিনটি বই না রাখার শর্তে বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আপত্তি থাকা তিনটি বই আদালতে জমা এবং বইগুলো বিক্রি করা হবে না মর্মে লিখিতভাবে জানাতে বলা হয় মঙ্গলবার। এক দিন পর আদালত শুনানি শেষে স্টল বরাদ্দের নির্দেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সেলিম আযাদ।

বইমেলায় স্টল বরাদ্দ না পেয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান।

রিট আবেদনে বলা হয়, শুধু একটি বইয়ের জন্য মেলায় পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। অথচ সে বইটি ব্ল্যাকলিস্টেড বা কালো তালিকাভুক্ত নয়। বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী তাদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো বৈধতা নেই।

‘একই সঙ্গে প্রতি বছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এ সিদ্ধান্ত সংবিধানের বাক-স্বাধীনতার বিরোধী।’

কেএস 

Link copied!