Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৫৩২৯ জন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১১, ২০২৩, ১০:৫৭ এএম


বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৫৩২৯ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এআরএস

Link copied!