আদালত প্রতিবেদক
মে ১০, ২০২৩, ০৭:০৯ পিএম
আদালত প্রতিবেদক
মে ১০, ২০২৩, ০৭:০৯ পিএম
মাদক ব্যবসার অভিযোগে এক নারী মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম- খুরশিদা ওরফে খুশি (২৯)। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি খুরশিদা মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পোড়াডী গ্রামের জব্বার হাবিলদারের মেয়ে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ৮ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ১নং গেইটের পশ্চিমে ময়লার ডাস্টবিনের পাশের রাস্তার উপর একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয় করছে। পরবর্তীতে উক্ত স্থানে পুলিশ পৌঁছামাত্র পালানোর চেষ্টাকালে আসামি খুরশিদা ওরফে খুশি কে আটক করা হয়।
এসময় তার ডান হাতে থাকা বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে নিউ মার্কেট থানায় এস আই অসিত কুমার বিশ্বাস বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় অভিযোগ আনা হয়।
আরএস