Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুরি করতে গিয়ে আইনজীবী হত্যা: দুই আসামির আমৃত্যু কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

জুন ১১, ২০২৩, ০৩:১৯ পিএম


চুরি করতে গিয়ে আইনজীবী হত্যা: দুই আসামির আমৃত্যু কারাদণ্ড

এক যুগ আগে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীর বাসায় চুরি করতে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা হলো- রাসেল জমাদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল।

রোববার (১১ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহম্মেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধ করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১ জানুয়ারি মাহবুব ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রæয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরএস
 

 

Link copied!