Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয় ভাঙচুর

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩, ২০২৩, ০৪:৫৪ পিএম


সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয় ভাঙচুর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর ও কক্ষের সামনে লাগানো নেমপ্লেট বিএনপিপন্থি আইনজীবীরা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বুধবার ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদার রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা ওই মামলায় তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এরপরই বার অ্যাসোসিয়েশনের সামনে অবস্থান নেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। মামলা, হামলা, গুম, খুন করে চলমান আন্দোলন থামানো যাবে না।

পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ আগস্ট ৬৪ জেলার বার ভবনে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট ৬৪ জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলন চলাকালে আওয়ামীপন্থি আইনজীবীরা মিছিল করছিলেন। তখন বিএনপিপন্থি আইনজীবীরাও স্লোগান দিতে থাকেন। পরে তারা ওই কক্ষ থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।

পরে সংবাদ সম্মেলন শেষে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপার্যায়ে হাতাহাতি ও ভাঙচুর করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরএস
 

Link copied!