Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রধান বিচারপতিকে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন ও কমিশন নেতৃবৃন্দের শুভেচ্ছা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১২:২৪ এএম


প্রধান বিচারপতিকে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন ও কমিশন নেতৃবৃন্দের শুভেচ্ছা

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া।

 

শুক্রবার রাজধানীর বেইলি রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্টের  বাসায় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য মো. আলমগীর হোসাইন এবং ঢাকা জেলা জজশীপের ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মিটফুল ইসলাম প্রমুখ। মহিলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ঢাকা জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

Link copied!