Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বার্নিকাটের গাড়িবহরে হামলায় ৯ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২৩, ০১:২০ পিএম


বার্নিকাটের গাড়িবহরে হামলায় ৯ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ৯ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করেছে তদন্ত সংস্থা ডিবি পুলিশ।

সম্পূরক অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হলেন-ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খাঁন কাজল, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি।

রোববার (১ অক্টোবর) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেছেন। আগামী ৪ অক্টোবর মামলাটির প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।

এইচআর

Link copied!