Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আইনমন্ত্রী

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২৩, ০২:৪৩ পিএম


বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কিনা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন, আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই।

বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। সংসদের চলতি অধিবেশনে এমন  প্রস্তাব উত্থাপিত হবে না।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরএস

Link copied!