Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

তফসিল বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৩, ০৩:২৩ পিএম


তফসিল বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের সোনালী ব্যাংকের গেইটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপিসহ বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

সুপ্রিম কোর্টের দুই শতাধিক আইনজীবী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তরুণ আইনজীবীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন কোর্ট প্রাঙ্গণ।

‘হাবিব আউয়াল কমিশন, মানি না, মানবো না।

রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।

পাতানো নির্বাচন মানি না মানবো না।

ক্ষমতা না, জনতা।

জনতা , জনতা ।

খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই-- ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিল আইন অঙ্গন।’

অবরোধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. আলী প্রমুখ।

এআরএস

Link copied!