Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আটরশি নিয়ে দ্বন্দ্ব: দুই ভাইকে যে সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৫:৫৩ পিএম


আটরশি নিয়ে দ্বন্দ্ব: দুই ভাইকে যে সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট

দুটি ভিন্ন দিনে জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ শান্তিপূর্ণ করার জন্য দুই ভাইকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। 

এ বিষয়ে আইনজীবীরা বলেন, জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে হাইকোর্ট জাকের পার্টির সম্মেলন স্থগিত করেন। পরে গত সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

এদিন শুনানি শেষে আপিল বিভাগ জাকের পার্টির সম্মেলন ও বিশ্ব জাকের মঞ্জিলে ওরশ শরীফ শান্তিপূর্ণভাবে করতে নির্দেশ দিয়েছেন।

ফরিদপুর স্পিনিং মিল মাঠে এ সম্মেলন শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আদালতে এদিন মোস্তফা আমিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম, অ্যাডভোকেট এম. সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

অপরদিকে মাহফুজুল হকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।

আইনজীবীরা জানান, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ফরিদপুরের পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বাধীন জাকের পার্টি ইসলামি সম্মেলন করতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

একই সঙ্গে তার অন্য ভাই পীরজাদা মাহফুজুল হককে আলাদাভাবে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিলে আটরশির ওরশ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ইএইচ

Link copied!