Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

তিন মাদক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৬:১২ পিএম


তিন মাদক কারবারি কারাগারে

ইয়াবা ও নেশা জাতীয় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার তিন মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মোঃ আরমান(২৫), মোঃ ভূলু(৫২) ও মোঃ হানিফ(২৩)।

রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার মিরপুরের  কালশী থেকে বিশ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপনগর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন পুলিশ।

বিআরইউ
 

Link copied!