Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৫০ কোটি টাকা দিয়েই আপিল করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:১৬ পিএম


ড. ইউনূসকে ৫০ কোটি টাকা দিয়েই আপিল করার নির্দেশ

হাইকোর্টের রায়ে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশনায় ২০১১ থেকে ২০১৩’র করবর্ষের আয়কর আপিল করার পরেও রায়ের বিরুদ্ধে আপিল করেন ড. ইউনূসের আইনজীবী। তবে এ আপিলে সাড়া না দিয়ে একই রায় জারি করেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সই করা হাইকোর্টের ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ সেই রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল আবারো করবেন।

বিআরইউ

Link copied!