Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা বার নির্বাচন

ভোটগ্রহণ শেষ, ফলাফল আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৯:১২ পিএম


ভোটগ্রহণ শেষ, ফলাফল আগামীকাল

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

আগামীকাল শুক্রবার দুপুরের পর ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয় বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নীল দলের ট্রেজারার প্রার্থী আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বলেন, ওপরে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোট গ্হণ বন্ধ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

আতিফ/ইএইচ

Link copied!