Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপির ভরাডুবি, আ.লীগ সমর্থিতদের নিরঙ্কুশ জয়

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

মার্চ ১, ২০২৪, ১২:০৯ পিএম


বিএনপির ভরাডুবি, আ.লীগ সমর্থিতদের নিরঙ্কুশ জয়
ছবি: সংগৃহিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২৪-২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৪৪৭ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন ভোট প্রদান করেন।

নির্বাচনের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এতে প্রথমবারের মত বিএনপি শূন্য কুষ্টিয়ার আদালত পাড়া। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে কমপক্ষে বিএনপি সমর্থিত ১২০জন সদস্য রয়েছেন। তবে বিএনপি সমর্থিত প্রার্থীরা নিজ দলের ভোটও নিজেদের পক্ষে নিতে ব্যর্থ হয়েছেন। এতে প্রথমবারের মত বিএনপি শূন্য কুষ্টিয়ার আদালত পাড়া গড়ে তুলতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। 

২০২৪-২৫ নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক নেতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রসিদ ( আওয়ামী লীগ) ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের জজশীপের (জিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ. স. ম. আখতারুজ্জামান (মাসুম)আওয়ামী লীগ পেয়েছেন ১১২ ভোট। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ (আওয়ামী লীগ) পেয়েছেন ১১১ এবং জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে সিনিয়র ফৌজদারি আইনজীবী এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম ৩৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ (আওয়ামী লীগ) ২৫৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু (আওয়ামী লীগ) পেয়েছেন ১৬৬ ভোট। অপর প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ( বিএনপি) পেয়েছেন ৭ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেটর ফারুক আজম মৃধা ২০১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এস.এম. মনোয়ার হোসেন মুকুল ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মঞ্জরুল আলম (সান্নু) পেয়েছেন ১৭৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম (মনিরুল) ১১২ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট হাসান রাজ্জাক রাজু (বিএনপি) ১০৮ ভোট, অ্যাডভোকেট ইকবাল হোসেন টুকু ১০৫, অ্যাডভোকেট মো. ইমরান হোসেন দোলন ৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কোষাধাক্ষ পদে অ্যাডভোকেট মো. আবুল হাশিম ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট কামরুল ইসলাম খোকন পেয়েছেন ২০২ ভোট। গ্রন্থাগারের সম্পাদক পদে সোহেলী পারভীন ঝুমুর, সাংস্কৃতিক সম্পাদক পদে মকলেছুর রহমান, দপ্তর সম্পাদক পদে ওয়ালীউল বারি, সিনিয়র সদস্য পদে আয়েশা সিদ্দীকা, হাফিজুর রহমান (হাফিজ), আক্তারুজ্জামান আকতার ও  মো. মারুফ বিল্লাহ এবং  জুনিয়র সদস্য পদে  সাইফুর রহমান সুমন,তরিকুল ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক ও আহসান হাবিব লিংকন নির্বাচিত হয়েছেন।

এআরএস

Link copied!